East Bangla Hajj Service Hajj Agency • License No. 0746 হজ এজেন্সি কর্তৃক প্রদত্ত যা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যাচাইকৃত

হজ্জের বিশেষত্ব কি?
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হিসাবে, মুসলমানদের জন্য হজের উদ্দেশ্য হল আল্লাহ (SWT) এর প্রতি আমাদের আধ্যাত্মিক দায়িত্ব পালন করা এবং তাঁর কাছে আমাদের আত্মসমর্পণ করা ।

পাঁচটি স্তম্ভ কি কি?
পাঁচটি মূল অভ্যাস রয়েছে যা সমস্ত মুসলমান তাদের সারা জীবন জুড়ে পালন করতে বাধ্য। এই অনুশীলনগুলিকে স্তম্ভ হিসাবে উল্লেখ করা হয় কারণ তারা মুসলিম জীবনের ভিত্তি তৈরি করে। ইসলামের পাঁচটি স্তম্ভ হল শাহাদা, সালাহ, যাকাত, সাওম এবং হজ ।
হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী, এটিকে ' আল্লাহর সামনে দাঁড়ানো ' (উকুফ) বলা হয়, হজের অন্যতম তাৎপর্যপূর্ণ আচার। মসজিদ আল-নামিরাতে, তীর্থযাত্রীরা দুপুর এবং দুপুরের নামাজ একসাথে পড়েন। একজন তীর্থযাত্রীর হজ বাতিল বলে গণ্য হবে যদি তারা আরাফাতে বিকেল না কাটায়।

২০২৫ সালে কতজন হজ করতে পারবেন, জানালো ধর্ম মন্ত্রণালয় !
আগামী ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারিভাবে (হজ গাইডসহ) ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে (হজ গাইডসহ) এক লাখ ১৭ হাজার জন হজ করতে পারবেন।
বুধবার (৬ নভেম্বর) ২০২৫ সালের হজযাত্রীর কোটা বিভাজন করে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজ আগামী বছরের ৫ জুন অনুষ্ঠিত হবে। এ বছর সৌদি সরকার কর্তৃক বাংলাদেশকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, হজ গাইডকে হজযাত্রীর মতো প্রাক-নিবন্ধনসহ যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে হবে। হজ গাইডের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে পাঠাতে হবে। আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সর্বশেষ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হজ পোর্টালের তথ্যানুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯৪৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৮৪২ জনসহ মোট ১০ হাজার ৭৮৭ জন নিবন্ধন করেছেন।